- খেলা
- জেমিসনের বদলে চেন্নাইয়ে সিসান্দা
জেমিসনের বদলে চেন্নাইয়ে সিসান্দা

আইপিএল শুরুর আগেই ইনজুরিতে ছিটকে গেলেন কিউই পেসার কাইল জেমিসন। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার পেসার সিসান্দা মাগালাকে দলে টানলো চেন্নাই সুপার কিংস। ভারতের মাটিতে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই এই পেসারের। তবে তার সাম্প্রতিক ফর্মে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
আইপিএলের মিনি অকশন থেকে জেমিসনকে এক কোটি ভারতীয় রুপিতে দলে ভিড়িয়েছিল চেন্নাই। তবে চোটে পড়ার কারণে তার বিকল্প নিতে হয়েছে দলটিকে। এই পেসারের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাবে দলকে।
আগামী ৩১ মার্চ শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে গত বারের চ্য়াম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই।
মন্তব্য করুন