- খেলা
- দেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে সাত হাজার মুশফিকের
দেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে সাত হাজার মুশফিকের

ছবি: এএফপি
সাত হাজারের পর ওয়ানডে ফরম্যাটে দেশের প্রথম ব্যাটার হিসেবে আট হাজার রানের ক্লাবে ঢুকেছেন তামিম ইকবাল। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাত হাজার রান হয়েছে সাকিব আল হাসানের।
এবার দেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে সাত হাজার রান করলেন মুশফিকুর রহিম। মিডল অর্ডার এই ব্যাটার ২৪৪ ইনিংসে সাত হাজারের ক্লাবে ঢোকা কীর্তি গড়েছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার সময় সাত হাজার থেকে ৫৫ রান দূরে ছিলেন মুশফিক। ঝড়ো এক ফিফটিতে ওই সাত হাজার পূরণ করেছেন তিনি।
মুশফিকুর রহিম সাত হাজার রান করার পথে আটটি সেঞ্চুরি ও ৪৪টি ফিফটি করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৩৬.৪৭ গড়ে রান তুলেছেন তিনি।
মন্তব্য করুন