- খেলা
- টাইগারদের ব্যাটিং তাণ্ডবের পর বৃষ্টিতে খেলা বন্ধ
টাইগারদের ব্যাটিং তাণ্ডবের পর বৃষ্টিতে খেলা বন্ধ

বাংলাদেশের ইনিংস শেষ হতেই শুরু হয়েছে বৃষ্টি। ছবি: ইউসুফ আলী (সিলেট থেকে)
ব্যাটিং ঝড় দেখিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন। লিটন দাস ও নাজমুল শান্ত ফিফটি পেয়েছেন। ঝড়ো ব্যাটিং করেছেন তাওহীদ হৃদয়। তাদের ব্যাটে ৫ উইকেটে নিজেদের দলীয় সর্বোচ্চ ৩৪৯ রান তুলেছে বাংলাদেশ।
ওই ঝড়ের পর শুরু হয়েছে বৃষ্টি। সর্বশেষ খবর অনুযায়ী, জোরেই হচ্ছে বৃষ্টি। ওই বৃষ্টি থাকলে মাঠ পরিচর্যা করে খেলা শুরু হতে দেরি হবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের রেকর্ড রানের পথে লিটন দাস ৭১ বলে তিন করে চার ও ছক্কায় ৭০ রান করছেন। নাজমুল শান্ত ৭৭ বলে ৭৩ রান করে আউট হয়েছেন। তিনি তিনটি চার ও দুটি ছক্কা মারেন। তারা ১০১ রানের জুটি গড়েন।
এরপর শুরু হয় মুশফিক ও তাওহীদ হৃদয়ের ঝড়ো জুটি। তারা দু’জন ১২৮ রান যোগ করেন। অভিষেক ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি মিস করা হৃদয় দ্বিতীয় ম্যাচে মিস করেছেন ফিফটি। তিনি ৩৪ বলে চারটি চার ও এক ছক্কায় ৪৯ বলে আউট হন।
অন্য প্রান্তে ঝড় তোলা মুশফিক ৬০ বলে ১০০ রানের হার না মানা ইনিংস খেলেছেন। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পেয়েছেন। তার ব্যাট থেকে ১৪টি চার ও দুটি ছক্কা এসেছে।
মন্তব্য করুন