- খেলা
- নেতৃত্ব ছাড়তে চান করুনারত্নে
নেতৃত্ব ছাড়তে চান করুনারত্নে

ছবি: ফাইল
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দুই টেস্টেই হেরেছে শ্রীলঙ্কা। এর মধ্যে প্রথম টেস্টে শেষ বলে হেরেছিল লঙ্কানরা। সিরিজ হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার। ওই সিরিজ হারের পর টেস্ট নেতৃত্ব ছাড়ার ইচ্ছের কথা জানিয়েছেন দিমুথ করুনারত্নে।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। এরপর শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। ৩৫ বছর বয়সী ওপেনার ও অধিনায়ক করুনারত্নে চান, ওই টেস্টের পর নতুন চক্রে নতুন কেউ দায়িত্ব বুঝে নিন।
করুনারত্নে বলেছেন, ‘আমি নির্বাচকদের সঙ্গে কথা বলেছি। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দুই বছর হাতে নিতে হবে। আমি মনে করি, অর্ধেকটা সময় দায়িত্ব পালন করে সরে যাওয়ার চেয়ে নতুন কেউ পুরোটা সময় দায়িত্ব পালন করাই ভালো হবে।’
করুনারত্নে জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। তবে এখনও নির্বাচক কমিটি কোন সাড়া দেননি।
টেস্টে নেতৃত্ব দিয়ে ভালো করেছেন করুনারত্নে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দাবিদার করেছেন দলকে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতেছে তার দল। ২৬ টেস্টে নেতৃত্ব দিয়ে দশটি জয় ও ছয়টি ড্র করেছে তার দল। তার চেয়ে টেস্টে নেতৃত্ব দিয়ে বেশি জয় আছে সনাথ জয়সুরিয়া, অর্জুন রানাতুঙ্গা, মাহেলা জয়বর্ধানে ও অ্যাঞ্জেল ম্যাথুসের।
মন্তব্য করুন