জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন।

সেখানে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটে। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিচিতির সুযোগ তৈরি হয়। উপাচার্য খেলাধুলাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক রিফাত মাহামুদ। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা হুসাইন আহম্মেদ, প্রক্টর এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবার আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় ছাত্রদের ইভেন্টে ১৭টি বিভাগ এবং ছাত্রীদের ইভেন্টে  তিনটি বিভাগ অংশগ্রহণ করছে। সোমবার ব্যবস্থাপনা বিভাগ ও দর্শন বিভাগ উদ্বোধনী ম্যাচ খেলেছে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল ‍২১ মার্চ।