- খেলা
- স্বরাষ্ট্রমন্ত্রীর লেখা ‘বঙ্গবন্ধুর পথনির্দেশনার বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন
স্বরাষ্ট্রমন্ত্রীর লেখা ‘বঙ্গবন্ধুর পথনির্দেশনার বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

‘প্রতিরোধের প্রথম ব্যারিকেড: বাঙালির বীরত্বের গৌরবগাথা’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খানের লেখা ‘বঙ্গবন্ধুর পথনির্দেশনার বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ ও দেশ পরিচালনায় শেখ হাসিনার দক্ষতা ও দূরদর্শিতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে লেখকের নিজস্ব অভিজ্ঞতার কথা উঠে এসেছে বইটিতে।
আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘প্রতিরোধের প্রথম ব্যারিকেড: বাঙালির বীরত্বের গৌরবগাথা’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন হয়। মুক্তিযুদ্ধে প্রথম ব্যারিকেড তৈরির ঐতিহাসিক ঘটনা স্মরণ করে স্বাধীনতা দিবসের আলোচনা সভা এবং এই মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি ও প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ বীরবিক্রম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রথম ব্যারিকেড উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক।
আলোচনা সভায় বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যখন ২৫ মার্চ কালরাতে ইতিহাসের ঘৃণ্য হত্যাযজ্ঞ চালাতে বের হয় তখন অনেকগুলো ব্যারিকেডের মুখোমুখি হয় হানাদার বাহিনী। এর মধ্যে প্রথম এবং অন্যতম ব্যারিকেডের মুখোমুখি হয় ফার্মগেটে আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে। এই ইতিহাসকে স্মরণীয় রাখতে ফার্মগেটে একটি স্মৃতিচিহ্ন স্থাপন করা উচিত।
বক্তব্যে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি বলেন, জাতির পিতার নাম যত মুছে ফেলতে চাইছে ততই তা উজ্জ্বল হচ্ছে। যতদিন যাবে ততই উজ্জ্বল হবে।
বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, মুক্তিযুদ্ধ বাঙালির জন্য ঐতিহাসিক বিষয়। আমি জামুকার একজন মেম্বার। আমার আবেদন হচ্ছে ফার্মগেটের যেখানে যেখানে যুদ্ধ হয়েছে সেখানে মনুমেন্ট তৈরি করা উচিত।
অনুষ্ঠানের সভাপতি আসাদুজ্জামান খান কামাল ২৫ মার্চ কালরাতে ফার্মগেটে প্রথম ব্যারিকেড কিভাবে দিয়েছিলেন তার বর্ণনা তুলে ধরেন।
আরও পড়ুন
মন্তব্য করুন