- খেলা
- কলকাতা নিউমার্কেটে বাংলাদেশির হারানো অর্থ উদ্ধার করে দিল পুলিশ
কলকাতা নিউমার্কেটে বাংলাদেশির হারানো অর্থ উদ্ধার করে দিল পুলিশ
-samakal-6418a2962434a.jpg)
ছবি: ফেসবুক থেকে নেওয়া
পবিত্র রমজান মাসের আগ দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভিড়ে ঠাসা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী শহর কলকাতার নিউমার্কেট এলাকা। ভালো-মন্দ মিলিয়ে যেখানে বাংলাদেশি নাগরিকরা প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন নানান ঘটনার। সোমবার বিকেলে নিজেদের ফেসবুক পেজে তারই একটি ঘটনা তুলে ধরেছে কলকাতা পুলিশ।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘গত ১৭ মার্চ নিউ মার্কেট থানায় হন্তদন্ত হাজির হন গোপাল দাস নামের এক বাংলাদেশি নাগরিক। বক্তব্য, দেশে ফিরে যাওয়ার প্রাক্কালে মির্জা গালিব স্ট্রিটে এক বন্ধুর সঙ্গে কিছু কেনাকাটায় ব্যস্ত ছিলেন তিনি। হঠাৎ দেখেন, নিজের সাইড ব্যাগের চেন খোলা, এবং ভেতর থেকে আরেকটি ছোট ব্যাগ হাওয়া। তাতে ছিল আন্দাজ ৫০০ মার্কিন ডলার, ৪০ হাজার বাংলাদেশি টাকা, এবং ৬ হাজার ভারতীয় মুদ্রা। কিছুক্ষণ আগে পর্যন্তও ছোট ব্যাগটি দেখেছেন তিনি। এদিকে দেশে ফেরার উড়ান ধরতে হবে ১৮ মার্চ রাতে, সুতরাং হাতে আর ২৪ ঘণ্টাও নেই।
তড়িঘড়ি নিউ মার্কেট থানায় উপস্থিত হয়ে অভিযোগ জমা করার সঙ্গে সঙ্গেই কাজে লেগে যান থানার অফিসাররা। প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ করে চিহ্নিত করে ফেলেন দুই সন্দেহভাজনকে, এবং ২৪ ঘণ্টার মধ্যেই রাতভর তল্লাশি চালিয়ে গ্রেফতারও করে ফেলেন তাদের। উদ্ধার হয় চোরাই টাকা, এবং মাননীয় আদালতের আদেশের ভিত্তিতে তা ফিরিয়ে দেওয়া হয় গোপালবাবুকে। সুখের কথা, যথাসময়েই উড়ান ধরতে পারেন তিনি। দুই অভিযুক্ত বর্তমানে আদালতের হেফাজতে।’
মন্তব্য করুন