- খেলা
- প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় ফিরলেন মেসি
প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় ফিরলেন মেসি
-samakal-641949509a05b.jpg)
কাতার বিশ্বকাপ জয়ের পর আগামী শুক্রবার প্রথমবারের মতো মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বজয়ীর বেশে প্রথম দুটি ম্যাচ তারা খেলবে দেশের মাটিতে। যেখানে প্রতিপক্ষ শক্তিতে বেশ পিছিয়ে থাকা পানামা ও কুরাকাও। এই ম্যাচ দিয়েই তিন তারকাসংবলিত জার্সিতে খেলা শুরু করবেন মেসি-ডি মারিয়ারা।
আগামী ২৪ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় পানামার বিপক্ষে ঘরের মাটিতে মুখোমুখি হবে তারা। আর দ্বিতীয় ম্যাচটি হবে কুরাকাওয়ের বিপক্ষে ২৮ মার্চ।
প্রীতি ম্যাচের জন্য ইতোমধ্যেই আর্জেন্টিনায় ফিরেছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। সোমবার ব্যক্তিগত চাটার্ড বিমানে করে স্বপরিবারে আর্জেন্টিনায় পৌঁছান মেসি। পানামা-কুরাকাওয়ের ম্যাচকে সামনে রেখে সবার আগে আর্জেন্টিনায় পা রাখেন নিকোলাস টাগলাফিকো, এনজো ফার্নান্দেজ, নিকোলাস ওটামেন্ডি এবং রদ্রিগো ডি পল। এরপর ইংল্যান্ড থেকে এসে যোগ দিয়েছেন অ্যাস্টন ভিলার দুই ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ ও এমিলিয়ানো বুন্দিয়া। এছাড়া বাকিরাও ফিরতে শুরু করেছেন।
পিএসজির হয়ে সময়টা ভাল যাচ্ছে না মেসির। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছেন তারা। ফ্রেঞ্চ কাপেও হেরে গিয়েছেন। ফরাসি লিগ ছাড়া আর কিছু জেতার সুযোগ নেই পিএসজির। এর মধ্যেই রোববার রাতে ঘরের মাঠে তারা যে ফুটবল খেলেছে, তাতে লিগ শিরোপা ধরে রাখা নিয়েও শঙ্কা তৈরি হয়ে গেছে।
এ কারণেই হারের পর সমর্থকরা দুয়ো দিয়েছেন ক্লাবের তারকাদের। অনেকে তো হারের জন্য মেসি-এমবাপ্পের ওপর দায় চাপিয়েছেন। এতে চাপ বেড়েছে কোচ ক্রিস্টোফার গালতিয়েরের ওপর। লিগ ওয়ানে ঘরের মাঠে তারা সর্বশেষ হেরেছিল ২০২১ সালের ৩ এপ্রিল লিলের বিপক্ষে। তখন মেসি যোগ দেননি। যদিও ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষেই রয়েছেন মেসিরা।
একনজরে আর্জেন্টিনার ৩৫ সদস্যের দল-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিকুয়েল প্যালাসিয়াস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাউলো দিবালা, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেস।
মন্তব্য করুন