- খেলা
- গোলরক্ষককে হামলা, ৪০ বছরের নিষেধাজ্ঞায় ভক্ত
গোলরক্ষককে হামলা, ৪০ বছরের নিষেধাজ্ঞায় ভক্ত

ঘটনাটি ছিল গত ফেব্রুয়ারির। ইউরোপা লিগে সেদিন পিএসভির কাছে ২-০ গোলে হেরেছে সেভিয়া। ওই ম্যাচে সেভিয়ার গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচকে একজন ভক্ত মাঠের মধ্যেই আক্রমণ করেন। সার্বিয়ান গোলরক্ষকের মুখে ঘুষি বসাতে গেলে পরে ওই ভক্তকে নিবৃত্ত করতে সমর্থ হন তিনি। যদিও ম্যাচটা চালিয়ে যেতে পেরেছিলেন দিমিত্রভ। সেভিয়া হারলেও দুই লেগ মিলে ৩-২ গোলে তাদের জয় নিশ্চিত হয়েছে।
২০ বছর বয়সী ওই ভক্তের কাণ্ডে পিএসভির বিরুদ্ধে ডিসিপ্লিনারি তদন্ত শুরু করেছে উয়েফা। বড় অঙ্কের জরিমানা হওয়ার আগেই ওই ভক্তকে নিষেধাজ্ঞা দিয়েছে পিএসভি। ঘরের মাঠে ওই ভক্তকে ৪০ বছরের জন্য ডাচ এই ক্লাব।
????Sevilla goalkeeper Marko Dmitrovic calmly incapacitates a PSV hooligan who tries to punch him.????????♂️
— MichaelNotMike805 (@MichaelNotMike4) February 24, 2023
#ultras pic.twitter.com/jvIJYtctDX
গোলরক্ষককে হামলার ওই ঘটনায় ব্যবস্থা নিয়েছে ডাচ ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও। দেশটির জাতীয় স্টেডিয়ামগুলোতে ওই ভক্তকে ২০২৬ সাল পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে। পিএসভির ফিলিপস স্টেডিয়ামের আশেপাশের এলাকাতেও তিনি দুই বছর নিষিদ্ধ থাকবেন।
মন্তব্য করুন