- খেলা
- পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন মাহমুদউল্লাহ
পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি-ফেসবুক
বাংলাদেশ ক্রিকেটের 'সাইলেন্ট কিলার' মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে বাংলাদেশকে অসংখ্য জয় উপহার দিয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। যদিও লম্বা ক্রিকেট ক্যারিয়ারে সেভাবে লাইম লাইটে আসেননি মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি। একই দিনে গ্র্যাজুয়েট হয়েছেন সাকিব আল হাসানও।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খুশির সংবাদ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন রিয়াদ। এমবিএ সম্পন্ন করার খবর জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সবসময় চেষ্টা করেছি ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় অংশ গ্রহণ করতে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমার জন্য সহজ ছিল না, তবে এআইইউবি থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি।'
মাহমুদউল্লাহ-সাকিবের পাশাপাশি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়। সাকিবের পাশাপাশি সমাবর্তন অনুষ্ঠানে সনদ নিতে দেখা যায় তাকে।
মন্তব্য করুন