ইংল্যান্ডের জুড মুরে নামের ১৯ বছর বয়সী এক বক্সার মারা গেছেন। তিনি দুটি জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন। 

গত ১৭ মার্চ মুরে মারা গেছেন বলে তার পরিবার নিশ্চিত করেছে। চলতি সপ্তাহে তার মিলানে বক্সিং প্রতিযোগিতায় নামার কথা ছিল। 

মারা যাওয়ার আগে জুড মুরে পোল্যান্ডের জাতীয় বক্সিং চ্যাম্পিয়নের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সিনিয়র বক্সিংয়ে জয় পেয়েছিলেন। 

তার মৃত্যুতে হেড কোচ ক্রেগ টার্নার বিবিসি’কে বলেছেন, ‘অসাধারণ এক তারকা ছিল। একবার তার সঙ্গে আপনার পরিচয় হলে তাকে ভুলতে পারবেন না। তার মৃত্যুতে আমরা বিধ্বস্ত। সে খুব বেশিদিন বাঁচলো না। কিন্তু যে ক’দিন বেঁচেছে আলো ছড়িয়েছে।’

তার মৃত্যুর কারণ কী কিংবা তার কী হয়েছিল এ বিষয়ে জুড মুরের বাবা মার্ক, মা ক্লারা কিংবা ভাই ইথান ও বিউ পরিষ্কার করে কিছু বলতে পারেননি।