- খেলা
- বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব
বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার বিমানের প্রধান কার্যালয়ে অলরাউন্ডার সাকিবের সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, বিমানের পরিচালকবৃন্দ ও বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বিমানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সাকিব বলেন, বিমান বর্তমানে লাভজনক অবস্থানে রয়েছে। সামনে আরো এগিয়ে যাবে। বিমানের অনেক ভালো দিক রয়েছে যা তুলে ধরতে পারলে বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। যেমন সেফটি ইস্যুতে বিমান আপোষ করে না।
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশকে বহির্বিশ্বে পরিচিত করতে বিমান অর্ডিন্যান্স জারির মাধ্যমে রাষ্ট্রীয় এয়ারলাইন্স প্রতিষ্ঠা করেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, সাকিবের মতো সততা, দক্ষতা ও উন্নত সেবার মাধ্যমে এভিয়েশন খাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সুপ্রিতিষ্ঠিত করতে কাজ করবো। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন