লক্ষ্মীপুরের রায়পুরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আবদুল আলী (৩৫) নামের এক নির্মাণ শ্রমিককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। আজ মঙ্গলবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীকে টাকার লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়ন করে আলী। 

স্থানীয়রা জানান, দুই মাস আগেও একই এলাকার এক মাদ্রাসাছাত্রকে (৮) প্রলোভন দিয়ে রায়পুর পৌরসভার দেনায়েতপুর বাস টার্মিনাল এলাকার সুপারি বাগানে ডেকে বলাৎকারের চেষ্টা করে আবদুল আলী। শিশুটি দু’দিন সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। 

আটককৃত নির্মাণ শ্রমিক আলী রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তার স্ত্রীও রয়েছে। 

নিপীড়নের শিকার শিশুদের অভিভাবকরা জানান, প্রতিদিনের মতো দুই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় টাকা দেওয়ার প্রলোভন দিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়ন করে আলী। এ সময় শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করে এবং বেঁধে গণপিটুনি দেয়।

রায়পুর থানার এসআই কমল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আবদুল আলীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে।