- খেলা
- ভূকম্পনের পর ভারত-পাকিস্তানে রাতের অন্ধকারে রাস্তায় মানুষ
ভূকম্পনের পর ভারত-পাকিস্তানে রাতের অন্ধকারে রাস্তায় মানুষ
-samakal-641a04c4ebdf0.jpg)
ভূমিকম্প অনুভূত হওয়ার পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লোকজন রাস্তায় নেমে আসে। ছবি: ডন অনলাইন
আফগানিস্তানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। একইসঙ্গে পাকিস্তান ও ভারতেও ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার রাতের ভূকম্পনের পর ভারত ও পাকিস্তানের বিভিন্ন জায়গায় মানুষজন রাস্তায় নেমে অবস্থান নেন। খবর: এনডিটিভি ও ডন অনলাইন’র।
মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে ভারতের দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানসহ বিভিন্ন জায়গায় রাতে ভূকম্পন অনুভব করে লোকজন। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় চলে আসে লোকজন। আবারও ভূকম্পন হতে পারে এই আশঙ্কায় অনেক মানুষ রাস্তায়ই অবস্থান নিয়েছেন।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কাটরায় একটি গেস্ট হাউসের মালিক সুভম বলেন, ‘শক্তিশালী ঝাঁকুনি অনুভব করে গেস্ট হাউসের সবাই ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। মা বিষ্ণু দেবীর কৃপায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
অন্যদিকে পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারসহ বহু এলাকার মানুষ ভূকম্পন বুঝতে পারেন এবং এরপর বাড়িঘর ছেড়ে বাইরে অবস্থান নেন। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার রাত ৯টা ৪৭ মিনিটে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির বিভিন্ন এলাকায়।
আফগানিস্তানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তাজিকিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের জুরম শহরের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এলাকায় ১৮৭ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি বলে জানায় সংস্থাটি।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স মঙ্গলবার জানায়, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। আফগানিস্তানে রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজ।
গত বছর ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানের সহস্রাধিক মানুষের প্রাণহানি হয়।
মন্তব্য করুন