- খেলা
- র্যাগিংয়ে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: ববি উপচার্য
র্যাগিংয়ে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: ববি উপচার্য

বুধবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস মিলনায়তনে অনুষ্ঠিত ‘র্যাগিং বিরোধী সচেতনতা ও কাউন্সিলিং’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. ছাদেকুল আরেফিন এসব কথা বলেন। ববির ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিস এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
তিনি বলেন, কাউন্সিলিং ও মোটিভেশন মানসিক চাপ কমাতে সাহায্য করে। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে।
এ সময় তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়কে র্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। স্বাগত বক্তৃতা রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক ড. তারেক মাহামুদ আবির।
কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যারয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজির আহম্মেদ তুষার। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ১০০ জন জ্যেষ্ঠ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন