রাশিয়া বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন মেসুত ওজিল। জার্মানির এই মিডফিল্ডার তুরস্কের ক্লাবে যোগ দেওয়ার পর দু’বার করে পেশাদার ফুটবলকে বিদায় বলেছেন বলে ‘গুজব’ রটেছে। এবার পেশাদার ফুটবলকে সত্যিই বিদায় বললেন বিশ্বকাপ জয়ী ৩৪ বছর বয়সী মিডফিল্ডার। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের বিষয়টি নিশ্চিত করে ওজিল লিখেছেন, ‘অনেক ভাবনা-চিন্তা করে পেশাদার ফুটবলকে তাৎক্ষনিক (ঘোষণার পর থেকে) বিদায় ঘোষণা করছি। আমার প্রায় ১৭ বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে। ওই সুযোগ পাওয়ায় আমি চিরকৃতজ্ঞ।’ 

কয়েক মাস ধরে ইনজুরির মধ্যে আছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল মিডফিল্ডার। এটাই তার অবসরের অন্যতম কারণ বলেও উল্লেখ করেছেন তিনি, ‘এই ফুটবল যাত্রা অবিস্মরণীয় সব মুহূর্ত ও  আবেগে ভরা। আমি আমার ক্লাব শালকে-৪, ওয়ারদার ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ফেনারবেস ও ইস্তাম্বুল বাসাকসেহিরকে এবং আমার সতীর্থ যারা শেষ পর্যন্ত বন্ধুতে পরিণত হয়েছিলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

ক্যারিয়ার জুড়ে পাশে থাকায় ভক্ত, পরিবারের সদস্য ও সেরা বন্ধুদের ধন্যবাদ দিয়েছেন ওজিল। ভালো-খারাপ সময় যাই হোক তারা পাশে ছিলেন বলে উল্লেখ করেছেন জার্মানির হয়ে ৯২ ম্যাচে ৯৩ গোল করা ওজিল। ক্লাব ক্যারিয়ারে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯৮ ম্যাচ খেলে ৯৮ গোল করেছেন। এর মধ্যে রিয়াল মাদ্রিদে ২৮টি এবং আর্সেনালের জার্সিতে ৪৪ গোল করেছেন তিনি।