- খেলা
- সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচ দুপুরে
সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচ দুপুরে

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে ম্যাচ (ফাইল ফটো)
ঢাকায় গতকালের রোদ ঝলমলে সকাল দেখে বোঝার উপায় ছিল না, সিলেটে বৃষ্টির কারণে জাতীয় দলের অনুশীলনের সময় পিছিয়ে দিতে হবে বিসিবিকে। গতকালের আবহাওয়া যেমনই থাক না কেন, আজকের সিলেট রোদেলা। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ দলও উজালা আত্মবিশ্বাসের কিরণে। বৃষ্টির কারণে রেকর্ড ৩৪৯ রানের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সোমবার সিরিজ জয় নিশ্চিত করতে না পারার সমাপ্তি টানতে চায় আজ ম্যাচ জিতে। অবশ্য প্রাকৃতিক কারণে শেষ ওয়ানডে পরিত্যক্ত হলেও সিরিজ ও ট্রফি বাংলাদেশের।
গত বছর ভারতের বিপক্ষে সিরিজ থেকেই ভালো খেলছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টানা দুই ম্যাচ জিতে নেয়। ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজটি ২-১ ব্যবধানে হারলেও টি২০-তে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখায়। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারায় সাকিব বাহিনী। সেই ছন্দটা সিলেটে এক দিনের ক্রিকেট সিরিজেও ধরে রেখেছে। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজেদের রেকর্ড ৩৩৮ রান করে বিশাল ব্যবধানে জেতে। পরের ম্যাচে তো রীতিমতো ব্যাটে ঝড় তোলেন স্বাগতিক ব্যাটাররা। মুশফিকুর রহিম ছয় নম্বরে নেমে ৬০ বলে শতক করে প্রশংসা কুড়িয়েছেন। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচেও সে ধারাবাহিকতা দেখাতে চেষ্টা থাকবে।
এই ম্যাচের জন্য ১৪ জন ক্রিকেটার রেখে আফিফ হোসেন ও পেসার শরিফুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে। গতকাল আবাহনীর হয়ে খেলে ৪১ বলে ৪৯ রান করা আফিফ দুঃসংবাদও পেয়েছেন টি২০ দল থেকে বাদ পড়ে। সে যা-ই হোক, সিলেটে বাংলাদেশ দল হিসেবে ভালো খেললেও অধিনায়ক তামিম ইকবালের সময় ভালো যাচ্ছে না। তিনি আজ রান না পেলে অপেক্ষা করতে হবে, মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচ সিরিজের জন্য। অধিনায়ক হয়তো মরিয়া হয়ে ব্যাডপ্যাচ থেকে বেরিয়ে আসার শেষ চেষ্টা করবেন শেষ ম্যাচে।
বাংলাদেশ এত দিন ম্যাচ জিতেছে বোলিং দিয়ে। মোটামুটি একটা স্কোরকেও বোলাররা ডিফেন্ড করে জয় এনে দিয়েছেন। পুরোনো সে পরিকল্পনা থেকে দলকে বের করে আনার চেষ্টা করে যাচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ব্যাটারদের পরিকল্পনা দিচ্ছেন রান করার। বেশিরভাগ ব্যাটারই কোচের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছেন। লিটন কুমার দাস রানে ফিরেছেন। নাজমুল হোসেন শান্ত সবচেয়ে ধারাবাহিক এখন। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের সঙ্গে তাওহিদ হৃদয় বুঝতেই দিচ্ছেন না, আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত তিনি। গতকাল অফিসিয়াল সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড পর্যন্ত প্রধান কোচকে প্রশংসায় ভাষালেন, ‘আমরা এখানে ১২ মাস ধরে আছি। দলের সঙ্গে আমার কাজে কোনো পরিবর্তন হয়নি। হাথুরু আক্রমণাত্মক কোচ, আমার স্টাইলও তাই। ভয়ে নয়, জয়ের জন্য খেলতে হবে। গত দুই ম্যাচে এই কৌশল কাজেও দিয়েছে।’ সিলেট ছাড়ার আগে শেষ ওয়ানডেতেও একই কৌশল কাজে লাগাতে চায় বাংলাদেশ।
মন্তব্য করুন