- খেলা
- দর্শকের মোবাইল ফোনে রিপ্লে দেখলেন রেফারি, বরখাস্ত
দর্শকের মোবাইল ফোনে রিপ্লে দেখলেন রেফারি, বরখাস্ত

রেফারি মোহামেদ ফারুক এক দর্শকের মোবাইল ফোনে রিপ্লে দেখছেন (ছবি-ডেইলি মেইল)
ম্যাচটি ছিল শুক্রবারের। মিশরের দ্বিতীয় সারির ফুটবল প্রতিযোগিতা। সুয়েস ও আল-নাসর মুখোমুখি। এই ম্যাচে ঘটলো বিচিত্র এক ঘটনা।
খেলায় ছিল না ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার। ম্যাচের এক পর্যায়ে সুয়েসের জালে বল পাঠায় আল-নাসর। তবে হ্যান্ডবলের আবেদন করেন সুয়েসের খেলোয়াড়রা।
এ সময়ই ঘটে গেল কাণ্ডটি। রেফারি মোহামেদ ফারুক হাতে নিলেন এক দর্শকের মোবাইল ফোন। ভিডিও পর্যালোচনা করে রায় দিলেন গোল হয়নি।
ভিএআর প্রযুক্তির নিয়ম না থাকার পরও তা ব্যবহারের কারণে তিনি পেলেন শাস্তি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিল আল-নাসর।
এদিকে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, পুরো রেফারি কর্মীদের অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছেন রেফারি কমিটির প্রধান ভিতোর পেরেইরা।
এ ঘটনার জেরে ক্ষুব্ধ আল-নাসরের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতিবাদের মুখে খেলা শেষে পুলিশি নিরাপত্তায় মাঠ ছাড়েন রেফারি।
খেলায় আল-নাসরকে ৩-১ গোলে পরাজিত করে সুয়েস।
মন্তব্য করুন