পেসার আর স্পিনাররা মিলে এক ওভার থাকতেই অলআউট করে অস্ট্রেলিয়াকে। সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক ভারত লক্ষ্য পায় ২৭০ রানের। ঘরের মাঠে ওই রানও করতে পারেনি রোহিত শর্মার দল। 

ব্যাট হাতে শুভমন গিল আর রোহিত শর্মার ঝড়ো ওপেনিং জুটির পরও ২৪৮ রানে অলআউট হয়েছে ভারত। ম্যাচ হেরেছে ২১ রানে। শেষ ম্যাচে জিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে স্টিভ স্মিথের দল।  

টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার হয়ে দুই ওপেনার ম্যাথু হেড ও মিশেল মার্শ ৬৮ রান যোগ করেন। হেড ৩১ বলে ৩৩ ও মার্শ ৪৭ বলে করেন ৪৭ রান। এরপর তিনে নেমে স্টিথ স্মিথ শূন্য করে ফিরে যান। পরে ডেভিড ওয়ার্নার (২৩), মার্নাস লাবুশানে (২৮) ও অ্যালেক্স কেরি (৩৮) সেট হয়ে ফিরে যান।

লোয়ার অর্ডারে মার্কোস স্টইনিস ২৫ এবং শেষ অ্যাবট ২৬ রানের ইনিংস খেলেন। এছাড়া অ্যাস্টন আগার ১৭ এবং মিশেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা ১০ করে রান যোগ করেন। অস্ট্রেলিয়ার ওই লেজের ব্যাটারদের রানের কাছেই হেরেছে ভারত। 

দলটির ওপেনার রোহিত শর্মা ১৭ বলে ৩০ রানের ইনিংস খেলেন। শুভমন গিল ৩৭ রান করেন। তিনে নামা কোহলি দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন। চারে নামা কেএল রাহুল খেলেন ৩২ রানের ইনিংস। হার্ডিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ৪০ রান। কিন্তু পরের ব্যাটাররা ব্যর্থ হন। সূর্যকুমার টানা তিন ম্যাচে গোল্ডেন ডাকের বাজে কীর্তি গড়েন। জাদেজা ফিরে যান ১৮ রান করে। 

ভারত অ্যাডাম জাম্পার স্পিনে ধসে গেছে। অজি লেগ স্পিনার ১০ ওভারে ৪৫ রানে নেন ৪ উইকেট। অন্য স্পিনার অ্যাস্টন আগার তুলে নেন দুই উইকেট। ভারতের হয়ে হার্ডিক পান্ডিয়া ও কুলদীপ যাদব দুটি করে এবং মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল নেন দুটি করে উইকেট। এই হারে ঠিক চার বছর অর্থাৎ ২০১৯ সালের পর ঘরে সিরিজ হারল ভারত। আগেও অস্ট্রেলিয়ার কাছে (পাঁচ ম্যাচের সিরিজ ৩-২) হেরেছিল তারা।