মোটা অঙ্কের অর্থে ইংল্যান্ডের দুই ক্রিকেটার জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোনকে কিনেছে আইপিএলের দল পাঞ্জাব সুপার কিংস। এর মধ্যে অলরাউন্ডার লিভিংস্টোনকে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্জাইজি লিগের খেলার অনুমতি দিলেও বেয়ারস্টোকে খেলার অনুমতি দেয়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। 

পাঁচ মাস আগে গলফ খেলতে গিয়ে পা পিছলে পড়ে যান ৩৩ বছর বয়সী বেয়ারস্টো। তার পা ভেঙে যায় এবং গোড়ালি স্থানচ্যুত হয়ে যায়। সেপ্টেম্বরে ওই ইনজুরিতে পড়ায় অনুমিতভাবে টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি ইংলিশ ব্যাটার। দুই সপ্তাহ মতো হলো তিনি দৌড়ানো শুরু করেছেন। এক সপ্তাহের মধ্যে পূর্ণ ফিট হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। 

কিন্তু বড় ও লম্বা সময় মাঠের বাইরে থাকার পর দেড় মাসের বেশি সময়ের আইপিএলের জন্য তাকে ছাড়পত্র দেবে না দেশটির ক্রিকেট বোর্ড। সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ইসিবি চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত অ্যাসেজে পূর্ণ ফিট বেয়ারস্টোকে চায়। 

আইপিএলের নিলাম থেকে বেয়ারস্টোকে ৬.৭৫ কোটি রুপিতে দলে ভেড়ায় পাঞ্জাব। তার জাতীয় দলের সতীর্থ লিভিংস্টোনকে ১১.৫০ কোটি কিনেছে পাঞ্জাব। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের জন্য ১৪জন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।