বিশ্বকাপ জয়ের পর তিন তারকা খচিত জার্সিতে এই প্রথম মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। শুক্রবার সকালে প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে লিওনেল মেসিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বিশ্বকাপ জয়ের পর দেশের মাটিতে আর্জেন্টিনার প্রথম ম্যাচ বলে সমর্থকদের উন্মাদনার পারদ তুঙ্গে। ফুরফুরে মেজাজে অনেকটা পুনর্মিলনীর আমেজে অনুশীলন করেছেন মেসি, ডি মারিয়ারা। অনুশীলনে বেশ সতেজ ও ফুরফুরে মেজাজে দেখা আলবেলিস্তেদের। এদিকে পিএসজিতে অফফর্মে ভোগা মেসি দেশের হয়ে নতুন মাইলফলক স্পর্শ করার অপেক্ষায়।

ক্লাব ও আর্জেন্টিনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৭৯৯ গোল করেছেন তিনি। আর এক গোল করলেই আটশ'র ঘরে পা রাখবেন আর্জেন্টিনার প্রাণভোমরা। যেখানে তার আগে নাম লিখিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

একনজরে আর্জেন্টিনার ৩৫ সদস্যের দল-

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিকুয়েল প্যালাসিয়াস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাউলো দিবালা, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেস।