- খেলা
- বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার বন্ধে ডিএমপি কমিশনারকে বিএনপির আহ্বান
বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার বন্ধে ডিএমপি কমিশনারকে বিএনপির আহ্বান

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির নেতারা। ছবি: সমকাল
বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধে ডিএমপি কমিশনারকে আহ্বান জানিয়েছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ শেষে মহানগর বিএনপি উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম সাংবাদিকদের এ কথা জানান।
তারা বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন থানায় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করা হচ্ছে, বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এর মধ্যে কোনো ওয়ারেন্ট ছাড়াই বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, মহানগরী উত্তরের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, মোহাম্মদ আলীসহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এটা কেন করা হচ্ছে?
নেতারা বলেন, পুলিশ কমিশনারকে বলেছি, এভাবে গ্রেপ্তার বন্ধ করতে হবে, এভাবে গ্রেপ্তার করা যাবে না। যদি কারও নামে সুনির্দিষ্টভাবে ওয়ারেন্ট থাকে, ওয়ারেন্ট দেখান। কোনো আপত্তি থাকবে না। কিন্তু বিনা ওয়ারেন্ট এভাবে গ্রেপ্তার গ্রহণযোগ্য নয়। সম্প্রতি বনানী ক্লাবের একটি সামাজিক অনুষ্ঠান থেকে দলের ৫৩ জন এবং মহাখালীর একটি রেস্টুরেন্ট থেকে ৩২ জন নেতাকর্মীর গ্রেপ্তারের ঘটনা তুলে ধরেন মহানগরের নেতারা।
আমান উল্লাহ আমান বলেন, বনানী ক্লাবে একটা সামাজিক অনুষ্ঠানে নেতাকর্মীরা গিয়েছিল। সেখান থেকেও রেহাই পাননি তারা। পুলিশ কমিশনারকে এ বিষয়গুলো জানিয়েছি।
আবদুস সালাম বলেন, বিএনপি একটি বৃহত্তর গণতান্ত্রিক দল। কোনো নিষিদ্ধ দল নয় যে, কোথাও বসতে পারবে না, কোনো সভা করতে পারবে না। কিন্ত সভা থেকেও পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করছে, এটা হয় না।
এর বাইরে রাজধানীর ৫০ থানায় ইফতার পার্টি নিয়ে বিএনপি নেতারা পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করেন। এই অনুষ্ঠান নির্বিঘ্নে করতে প্রশাসনের সহায়তা চান তারা। এর মধ্যে ঢাকা দক্ষিণে ২৪টি এবং উত্তরে ২৬ টি। এর একটি তালিকা পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।
তিনি বলেন, প্রতি বছর ঢাকা মহানগরীতে ইফতার পার্টির আয়োজন করি। এবারও এই আয়োজন করব। ইফতার আয়োজনের একটা তালিকাও কমিশনারকে দিয়েছি। এগুলো যেন শান্তিপূর্ণভাবে হয়, নেতাকর্মীরা যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে কমিশনারের সহযোগিতা চেয়েছি। বৈঠকে ডিএমপি কমিশনারের সঙ্গে যুগ্ম কমিশনারসহ কর্মকর্তারা ছিলেন।
বিএনপি চার সদস্যের প্রতিনিধি দলের আরও ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।
মন্তব্য করুন