সম্প্রতি স্বর্ণের দোকান উদ্বোধনে দুবাইতে গিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সাকিব। আর সাকিবের এমন বিতর্কিত কান্ডে অবশেষে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার সিলেটে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারানোর পর বিসিবি সভাপতি পাপন সাংবাদিকদের মুখোমুখি হন। তাকে প্রশ্ন করা হয়, দুবাইকাণ্ড নিয়ে সাকিব বা সংশ্লিষ্ট কারো সঙ্গে আলাপ হয়েছে কি না? জবাবে বিসিবি সভাপতি বলেন, 'না, কারও সাথে কোনো আলাপ হয়নি।'

এরপর তিনি বলেন, 'এখানে কয়েকটা কারণ আছে প্রথম কথা হচ্ছে এখন সিরিজ চলছে। সিরিজের মাঝখানে এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না। আমাদের কাছে কেউ এপ্রোচ না করা পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যেটা নাকি তদন্ত চলছে বা বিচারাধীন একটা ব্যাপার।'

পাপন আরো বলেন, 'এই জায়গাটাই নিজে থেকে গিয়ে আমরা এটার মধ্যে জড়িত হব কিসের জন্য? আমাদের কাছে যদি কখনও আসে তখন দেখা যাবে। আমাদের কাছে এখন পর্যন্ত কেউ এপ্রোচ করেনি।'

এর আগে বিসিবির পরিচালনা পর্ষদের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, সিরিজ শেষে এই ব্যাপারে তারা কথা বলবেন। 

সাকিব 'আরাভ জুয়েলার্স' নামের যে সোনার দোকান উদ্বোধন করতে গেছেন, তার মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা হলেন ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হওয়া পরিদর্শক মামুন হত্যার আসামি। ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, সাকিবকে আগেই আরাভ খান সম্পর্কে জানানো হয়েছিল। তিনি জেনেশুনেই দুবাই গেছেন।