সাকিব ও লিটনের আইপিএল খেলতে যাওয়ার দিনক্ষণ নিয়ে অস্পষ্টতা দূর করে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল সিলেটে বিসিবি বস জানিয়ে দিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের একমাত্র টেস্টটি খেলেই আইপিএলে যেতে হবে সাকিব ও লিটনকে। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ফিরেও আসতে হবে তাঁদের।

গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের পর দুই ক্রিকেটারের আইপিএল খেলতে যাওয়ার অনাপত্তিপত্র প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘যখন ওদের আইপিএল নিলামে ডাকা হয়, তার আগে আমাদের কাছে জানতে চেয়েছে, ওরা কখন থেকে খেলতে পারবে। আমরা ওদের জানিয়ে দিয়েছি এবং এটা জেনেই আইপিএলে তাদের নিলামে নিয়েছে। খুবই সাধারণ ব্যাপার। এর পর কোনো কিছু পরিবর্তন হলে তো আমরাই আপনাদের (গণমাধ্যম) বলব। ওখান থেকে পরিবর্তন হওয়ার মতো আমাদের মধ্যে কিছু আসেনি। সিদ্ধান্ত যেটা ছিল, সেটাই আছে।’

৩১ মার্চ শুরু হচ্ছে আইপিএল। আর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে টেস্ট শুরু হবে ৪ এপ্রিল। টেস্টটি সাকিব-লিটনকে খেলতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি, ‘না থাকার (টেস্ট) কোনো সুযোগই দেখি না। আমরা পরিষ্কার বলে দিয়েছি। আর সিদ্ধান্ত বদল হওয়ার কোনো সুযোগও নেই।’ তবে মুস্তাফিজুর রহমান টেস্ট দলে বিবেচনায় না থাকায় তিনি আগেভাগেই আইপিএলে যেতে পারবেন।