- খেলা
- ভোগ্যপণ্যের বাজার ৪০ হাজার কোটি টাকার
ভোগ্যপণ্যের বাজার ৪০ হাজার কোটি টাকার

ফাইল ছবি
বর্তমানে দেশে ভোগ্যপণ্যের বাজারের আকার প্রায় ৪০ হাজার কোটি টাকা বা ৪০০ কোটি ডলার। ২০৩০ সালে বিশ্বের নবম বৃহত্তম বাজারে পরিণত হতে পারে বাংলাদেশ। ভোগ্যপণ্য আমদানিতে যুক্ত আছেন সহস্রাধিক ব্যবসায়ী। এই বাজারের সিংহভাগই আমদানিনির্ভর।
সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটের একটি কর্ম-অধিবেশনে বিভিন্ন গবেষণার বরাত দিয়ে আনুমানিক এ তথ্য জানানো হয়।
চিটাগং চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম বলেন, ছোলা, চিনি, পেঁয়াজ, ডাল, খেজুর ও ভোজ্যতেলের চাহিদা রমজানে দ্বিগুণ ধরে গড় একটি চাহিদা নির্ধারণ করে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। ভোগপণ্য আমদানিতে বিপুল অর্থ ব্যয় হয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিলে কিছু পণ্য দেশেই চাহিদামতো উৎপাদন সম্ভব।
মন্তব্য করুন