- খেলা
- মিরপুরে ব্যবসায়ীকে পেটানোয় মামলা: বিচার দাবি মার্কিন দূতাবাসের
মিরপুরে ব্যবসায়ীকে পেটানোয় মামলা: বিচার দাবি মার্কিন দূতাবাসের
রাজধানীতে ব্যবসায়ী মাহীনুর আহমেদ খানকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার মিরপুর থানায় মামলা হয়েছে। গত ১৭ মার্চ মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী প্রবাসী ‘সাংবাদিক’ জুলকারনাইন সায়ের খান সামির ভাই। তাঁর ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এতে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান জানানো হয়েছে।
মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন সমকালকে বলেন, এক সপ্তাহ আগে মাহীনুর আহমেদ খানের ওপর হামলা হয়। তখন তিনি পুলিশের কাছে অভিযোগ করেননি। শুক্রবার তিনি অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন ব্যবসায়ী মাহীনুর ও তাঁর স্ত্রী পশ্চিম শেওড়াপাড়ার বিসমিল্লাহ স্টোরের সামনে যান। তখন হঠাৎ করেই কয়েকজন লোক লাঠি ও রড দিয়ে তাঁকে পেটায়। দুর্বৃত্ত বলছিল– ‘তুমি নতুন সাংবাদিক হয়েছ, দেশ নিয়া লেখ?’ এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা নানারকম ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে চলে যায়।
এর আগে তারা মাহীনুরের মোবাইল ফোন ভেঙে ৮০ হাজার টাকার ক্ষতি করে। ভুক্তভোগীর স্ত্রী রুবাইদা রাখী বলেন, কারও সঙ্গে কোনো বিরোধও নেই। তাই বুঝতে পারছি না, কারা কেন আমার স্বামীর ওপর হামলা করেছে। এ ছাড়া জুলকারনাইন সায়ের খান সামির সঙ্গেও তার যোগাযোগ নেই।
এদিকে মাহীনুরের ওপর হামলার তদন্ত ও বিচারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলা এক বিবৃতিতে এ আহ্বন জানান। তিনি বলেন, যুক্তরাজ্যভিত্তিক সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই হামলার শিকার হওয়ার বিষয়ে দূতাবাস অবগত হয়েছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। আশা করি, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
মন্তব্য করুন