- খেলা
- ভারতীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার যুবক
ভারতীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার যুবক

আটক আল আমিন। ছবি: সমকাল
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ভারতীয় পিস্তল ও গুলিসহ আল আমিন (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে এ পিস্তল আনা হয় বলে জানায় আটক যুবক। আজ শনিবার অস্ত্রসহ তাকে জীবননগর থানায় সোপর্দ করে বিজিবি।
আটক আল আমিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়ো হরিশপুর মধ্য মাডেয়া গ্রামের আবু তালেবের ছেলে।
৫৮বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি টহল দল আল আমিনকে আটক করে। তার দেহ তল্লাশি করলে ভারতীয় পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র আইনে মামলার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন