লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কাতারে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুরই অর্জন করে ফেলেছেন এই মহাতারকা। কিংবদন্তির নামে এবার ঘরের মাঠে অনুশীলন সেন্টারের নামকরণ করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

গতকাল এক টুইটে এ কথা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া। অনুশীলন সেন্টারের নতুন ফলকের ছবিও শেয়ার করে তাপিয়া লেখেন, 'কাসা দে এজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, ২৫ মার্চ থেকে 'লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প' নামে পরিচিত হবে এটি। বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন এই নামকরণ হল।'

এমন স্বীকৃতি পেয়ে ইনস্টাগ্রামে মেসি বলেছেন, 'এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।' 

মেসির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেছেন তাপিয়া। সেখানে তিনি লিখেছেন, 'যোগ্য হিসেবেই তুমি স্বীকৃতি পেয়েছ।'

সোমবার রাতে দ্বিতীয় ও সর্বশেষ প্রীতি ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।  বিশ্বজয়ের পর প্রথম ম্যাচে পানামার বিপক্ষে একটি গোল করে ক্যারিয়ারের ৮০০ গোল উদযাপন করেছেন ৩৫ বছর বয়সী মেসি।