- খেলা
- বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল রোনালদোর ক্লাব
বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল রোনালদোর ক্লাব
-samakal-64202e8d68bd9.jpg)
কাতার বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনের জোয়ার পৌঁছে গেছে আর্জেন্টিনায়ও। সংবাদমাধ্যমের কল্যাণে দেশটিতে বাংলাদেশ এখন পরিচিত নাম। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসির মুখেও শোনা গেছে বাংলাদেশের প্রশংসা। দেশটির বিভিন্ন ক্লাবও বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে বেশিরভাগ সময়। এবার সেটিই যেন অনুসরণ করলো রোনালদোর নতুন ক্লাব আল নাসর।
কাতার বিশ্বকাপের পরপরই সেখানে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর থেকেই বাংলাদেশে তার ভক্তরা দলটির খেলার খোঁজখবর রাখতে শুরু করেছেন। একইভাবে বাংলাদেশের ব্যাপারেও আগ্রহী হয়ে উঠেছে ক্লাবটি। এবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল সৌদির এই ক্লাবটি।
রোববার বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আল নাসরের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়। ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রং দিয়ে একটি ছবি বানিয়ে তারা লিখেছে, 'বাংলাদেশ, স্বাধীনতা দিবস ২৬.০৩.২৩।' এরপর ক্যাপশনে যোগ করেছে, 'শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।'
মন্তব্য করুন