- খেলা
- আক্রমণাত্নক ক্রিকেট অব্যাহত রাখার ঘোষণা হাথুরুর
আক্রমণাত্নক ক্রিকেট অব্যাহত রাখার ঘোষণা হাথুরুর
-samakal-642034de73b22.jpg)
বাংলাদেশের ক্রিকেটে নিজের দ্বিতীয় অধ্যায় দারুণভাবে শুরু করেছেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের নিয়ে রীতিমত উড়ছেন তিনি। দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচ হয়ে আসতে না আসতেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভালো না করতে পারলেও টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষেও সেই আক্রমণের ধারা বজায় রেখেছে তার শিষ্যরা।
রোববার টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, 'আমরা এমন একটি দল তৈরি করতে চাই যেখানে ভয় না পেয়ে ক্রিকেটাররা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারবে। একটি দুটি ম্যাচ খারাপ করলে যে চাপ তৈরি হয়, সেটি যেন না থাকে এমন একটি ড্রেসিংরুম তৈরি করতে চাই।'
হাথুরু বলেন, 'আমি বলতে চাই কেউ যদি খারাপও করে সে যেন ব্যর্থতার কথা না ভেবে নিজের মতো করে খেলতে থাকে। এটিকে আমি একটি দলের জন্য বড় পরিবর্তন হিসেবে দেখি। আমি এটিই প্রতিষ্ঠা করতে চাই।'
বাংলাদেশ দলের ভেতরে-বাইরে বইছে অন্যরকম আবহাওয়া, এটা কি নতুন যুগের শুরু? এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, 'আমি এটাকে নতুন যুগ হিসেবে দেখছি না। আমরা সামনেও এভাবেই নিজেদের ক্রিকেট খেলতে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলবো না। আক্রমণাত্মক ক্রিকেটের যে ব্যাখ্যা দিয়েছি, আমি সবসময় বলি এটার মানে এই না যে গিয়েই মারতে হবে। সবদিক থেকেই আমরা আক্রমণাত্মক। দল নির্বাচনে, ফিল্ডিং প্লেসিংয়ে, বডি ল্যাঙ্গুয়েজে, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে আমরা আক্রমণাত্মক। ট্যাকটিক্যালি আমরা আক্রমণাত্মক থাকবো।'
ক্রিকেটারদের নিয়ে কোচ বলেন, 'আমি তাদের মানসিক নিরাপত্তা আনার চেষ্টা করছি। একজন ক্রিকেটার খারাপ করলে তার দক্ষতা কমে যায় না। আগের পারফরমেন্স কী ছিল জানি না। কিন্তু খেলোয়াড়দের দক্ষতা আগের মতোই রয়েছে। আমি কেবল মানসিক উন্নতি নিয়ে কাজ করেছি। এটিই আমার লক্ষ্য।'
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ ও ৩১ মার্চ হবে বাকি দুটি ম্যাচ। এরপরে ঢাকার মিরপুরে ৪ এপ্রিল থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
মন্তব্য করুন