- খেলা
- ৫১৭ রানের স্মরণীয় এক টি২০ ম্যাচ
৫১৭ রানের স্মরণীয় এক টি২০ ম্যাচ

ছবি- এএফপি
হঠাৎ করে টিভির সামনে বসা দর্শক নিশ্চিত বিভ্রান্তিতে পড়েছেন। খেলা কি সরাসরি সম্প্রচার হচ্ছে নাকি হাইলাইটস দেখাচ্ছে? এভাবে বাণের পানির মতো হরেদরে চার-ছয় মারা কি আসলেই সম্ভব? এই অবিশ্বাস্য কাণ্ডটিই ঘটেছে গতকাল সেঞ্চুরিয়নে।
চার-ছয়ের বন্যায় এই প্রথম পাঁচশ ছাড়ানো (মোট ৫১৭ রান) টি২০ ম্যাচ দেখল ক্রিকেট। এই রান উৎসবে ৬ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। জনসন চার্লসের রেকর্ড সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৫৮ রানের পাহাড় গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অবাক ব্যাপার হলো, ৭ বল হাতে রেখে এ পাহাড় টপকে গেছে প্রোটিয়ারা। টি২০তে এটাই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।
দুরন্ত এ রান তাড়ায় নেতৃত্ব দেন কুইন্টন ডি কক। ৪৩ বলে সেঞ্চুরি করেন তিনি। আর ওপেনিং জুটিতে তিনি ও হেনড্রিকস ১০.৫ ওভারে ১৫২ রান তুলে জয়ের ভিত গড়ে দেন। হেনড্রিকসও কম মারমুখী ছিলেন না, ২৮ বলে ৬৮ রান করেন। তাঁদের বিদায়ের পর রুশো ও মিলার দ্রুত আউট হলে রান তোলার গতিতে কিছুটা ভাটা পড়েছিল। তাতে অবশ্য প্রোটিয়ারা উদ্বিগ্ন হয়ে পড়েনি, ক্লাসেনকে নিয়ে ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশিং দেন অধিনায়ক এইডেন মার্করাম।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গড়ে উঠেছে জনসন চার্লসকে কেন্দ্র করে। ৪৬ বলে ১০টি চার ও ১১টি ছয়ে ১১৮ রান করেন চার্লস। এর মধ্যে ৩৯ বলে সেঞ্চুরি করে উইন্ডিজের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। উইন্ডিজের পক্ষে এতদিন রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। ২০১৬ বিশ্বকাপে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন তিনি।
রেকর্ডবুক তছনছ
১৫ বলে ডি ককের হাফসেঞ্চুরি (পঞ্চম দ্রুততম)
৩৯ বলে চার্লসের সেঞ্চুরি (চতুর্থ দ্রুততম)
চার্লসের ১১৮ (টি২০’তে উইন্ডিজের সর্বোচ্চ ব্যক্তিগত)
৩৩ ছক্কার রেকর্ড ছিল বুলগেরিয়া-সার্বিয়ার। গতকাল হয়েছে ৩৫ ছক্কা।
এত দিন সবচেয়ে বেশি রান (২৪৪) তাড়া করে জেতার রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। গতকাল ২৫৯ তাড়া করে সেই রেকর্ড ভাঙল।
বাউন্ডারি থেকে সর্বোচ্চ রান
ম্যাচ রান
দ. আফ্রিকা-উইন্ডিজ ৩৯৪
বুলগেরিয়া-সার্বিয়া ৩৪৪
বেশি রানের ম্যাচ
মুখোমুখি রান ভেন্যু বছর
দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ ৫১৭ সেঞ্চুরিয়ন ২০২৩
ভারত-উইন্ডিজ ৪৮৯ লডারহিল ২০১৬
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ৪৮৮ অকল্যান্ড ২০১৮
বুলগেরিয়া-সার্বিয়া ৪৮৮ সোফিয়া ২০২২
আফগানিস্তান-আয়ারল্যান্ড ৪৭২ দেরাদুন ২০১৯
মন্তব্য করুন