ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

অধিনায়ক বদলে ফেলল আয়ারল্যান্ড

অধিনায়ক বদলে ফেলল আয়ারল্যান্ড

ছবি- এএফপি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩ | ০৩:৩৮ | আপডেট: ২৭ মার্চ ২০২৩ | ০৫:২৫

টি২০ সিরিজ শুরুর আগের দিন পরিবর্তন এসেছে আইরিশ শিবিরে! নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে বিশ্রাম দেওয়া হয়েছে। আজ থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন পল স্টার্লিং। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন লরকান টাকার। স্টার্লিংয়ের জন্য নেতৃত্ব দেওয়াটা নতুন কিছু নয়। ২০১৯ সালে সহ-অধিনায়ক হওয়ার পর এখন পর্যন্ত ছয়টি টি২০তে অধিনায়কত্ব করেছেন তিনি।

বালবার্নিকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়ে আইরিশ কোচ হেনরিখ মালান বলেন, ‘টেস্ট এবং মে মাসে বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে মনোযোগ দিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে অ্যান্ড্রুর বিশ্রামে থাকার কথা ছিল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরিবর্তে আয়ারল্যান্ড এখন বাড়তি একটি টেস্ট খেলবে। তাই বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজ থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’ 

তিনি আরও যোগ করেন, ‘আমাদের নেতৃত্বস্থানীয় খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য পর্যাপ্ত বিশ্রাম দেওয়াটা আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি। এছাড়া এ বছর যে পরিমাণ ক্রিকেট খেলতে যাচ্ছি, তাতে খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে হবে। এর মাধ্যমে আমরা খেলোয়াড়দের পুলও বাড়াতে পারি।’ 

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে পর্যদুস্ত হয়েছে আইরিশরা। এ পরিবর্তনের পেছনে এর প্রভাবও থাকতে পারে।

আরও পড়ুন

×