- খেলা
- চাকরি হারালেন স্পার্স কোচ কন্তে
চাকরি হারালেন স্পার্স কোচ কন্তে

ছবি: ফাইল
ইতালিয়ান কোচ অ্যান্তোনিও কন্তেকে ছাঁটাই করেছে টটেনহ্যাম। ক্লাব কর্তৃপক্ষ ও খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক অবনতি এবং ক্লাব সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় তিনি চাকরি হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। তার অধীনে স্পার্সরা তেমন ভালো অবস্থানেও নেই।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় এসি মিলানের বিপক্ষে হেরে টটেনহ্যাম বিদায় নিয়েছে। প্রিমিয়ার লিগের টেবিলে দলটি আছে চারে। তবে তিন ও পাঁচ নম্বর দলের থেকে দুই ম্যাচ বেশি খেলেও পয়েন্ট ব্যবধান যথাক্রমে এক ও দুই।
তাকে বরখাস্ত করে স্পার্স কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে বলেছে, ‘ক্লাবের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, সমঝোতার ভিত্তিতে কোচ কন্তে ক্লাব ছাড়ার বিষয়ে সম্মত হয়েছেন। তার দায়িত্বের প্রথম মৌসুমে আমরা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেয়েছি। তার অবদানের জন্য ধন্যবাদ।’
কন্তের জায়গায় ক্রিস্টিয়ান স্টেলেন্নি অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। রায়ান ম্যাসন তার সহকারী হিসেবে কাজ করবেন। স্পার্সদের এখনও লিগে ১০ ম্যাচ বাকি আছে। স্পার্সদের চেয়ারম্যান লেভি মনে করছেন, আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গার জন্য লড়াই করার মতো সময় তাদের হাতে এখনও আছে।
এর আগে সাউদাম্পটনের বিপক্ষে ৩-৩ গোলে সমতার পরে অ্যান্তোনিও কন্তে বলেছিলেন, ‘এই সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়াই ভালো, কারণ আমরা কোন দল নই। ১১ জন খেলোয়াড় স্বার্থপরের মতো নিজের জন্য খেলে। একে অপরকে সহায়তা করে না, গত মৌসুমের সঙ্গে তুলনা করলে খুবই বাজে দল এবার।’ কন্তে ২০২১ সালের নভেম্বরে টটেনহ্যামের দায়িত্ব নিয়েছিলেন। চলতি মৌসুমের শেষ অবধি ক্লাবের সঙ্গে চুক্তি ছিল তার।
মন্তব্য করুন