- খেলা
- বিসিসিআই-এর আবেদনে সিদ্ধান্ত বদলালো আইসিসি
বিসিসিআই-এর আবেদনে সিদ্ধান্ত বদলালো আইসিসি

ছবি: ফাইল
বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারত-অস্ট্রেয়িলার মধ্যকার তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ইন্দোরে। আড়াই দিনে ওই টেস্টে হারে ভারত। ম্যাচ রেফারি ইন্দোরের উইকেটকে ‘বাজে’ অ্যাখ্যা দেন।
ওই রেটিং-এর বিরুদ্ধে আপিল করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশেষে আপিলের রায় ভারতের পক্ষে এসেছে। বাজে থেকে ইন্দোরের উইকেটকে ‘গড়পড়তা’ অ্যাখ্যা দেওয়া হয়েছে।
আইসিসি এক মিডিয়া বার্তায় বলেছে, ‘ম্যাচের ফুটেজ বিশ্লেষণ করে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান, মেন্স ক্রিকেট কমিটির মেম্বার রজার হাম্পার উইকেট বিবেচনা করে জানিয়েছেন যে, বাজে রেটিং দেওয়ার মতো খারাপ উইকেট ছিল না। আপিল বিভাগ ইন্দোরের উইকেট গড়পড়তা বলে সিদ্ধান্তে পৌঁছেছে।’
এর আগে ইন্দোর টেস্টের ম্যাচ রেফারি ক্রিস ব্রড বলেছিলেন, ‘ইন্দোরের উইকেট খুবই শুষ্ক। ব্যাট-বলের মধ্যে ভারসাম্য রাখতে পারেনি। শুরু থেকেই স্পিনারদের সুবিধা দিয়ে গেছে। ম্যাচ জুড়ে উইকেটে বাজে এবং অনিয়ন্ত্রিত বাউন্স ছিল।’
মন্তব্য করুন