ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

টানা জয়ের লক্ষ্য জামালদের

টানা জয়ের লক্ষ্য জামালদের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩ | ০৩:৪৩ | আপডেট: ২৮ মার্চ ২০২৩ | ০৪:১১

র‍্যাঙ্কিংয়ের ১৯২ আর ১৯৯ এর ম্যাচ। পূর্ব আফ্রিকার দেশ সিশেলস থেকে সাত ধাপ এগিয়ে থাকা বাংলাদেশের জন্য সহজই হওয়ার কথা। প্রথম ম্যাচে ১-০ গোলে জয় পেয়ে সেই ইঙ্গিতও দিয়েছেন জামাল ভূঁইয়ারা। কিন্তু অতৃপ্তি আর শঙ্কা একটা থেকেই গেছে। ফিনিশারের অভাবে সেদিন সিলেটে বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করেছেন ঘরের ছেলেরা। 

আজ দ্বিতীয় ম্যাচে আর সেই ভুল করতে চান না তারা। টানা দ্বিতীয় জয় নিয়ে আগামী জুনে সাফের প্রস্তুতিটাও দারুণভাবে সারতে চান বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে যেসব বিষয় ঠিকঠাক হয়নি, সেগুলো ঠিক করার চেষ্টা করছি। প্রথম জয়ে ইতিবাচক অনেক বিষয়ই ছিল, সেই সঙ্গে একটা সুখানুভূতিও কাজ করেছে। কিন্তু আমাদের যে লক্ষ্য, সেটা পুরোপুরি পূরণ করতে হলে দ্বিতীয় ম্যাচ জিততেই হবে এবং এটি নিয়ে দলের সবাই সতর্ক। আমি নিশ্চিত, সিশেলসও খালি হাতে ঘরে ফিরে যেতে চাইবে না। সবকিছু নিয়ে কাল (আজ) তারা ঝাঁপিয়ে পড়বে এবং আমাদের জন্য দ্বিতীয় ম্যাচটি প্রথম ম্যাচের চেয়ে কঠিন হবে। কিন্তু আমরা প্রস্তুত আছি সেই চ্যালেঞ্জ লড়তে।’

সর্বশেষ ২০১৯ সালে ভুটানের বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এর পর গত সেপ্টেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জয়ের পর নেপালের কাছে ৩-১ গোলে হারতে হয়েছিল। এবার কোচের চোখ সাফে।  ‘আমাদের অনুপ্রাণিত হতে এবং সিরিজ জিততে ড্রই যথেস্ট, কিন্তু বিষয়টা এমন নয়, কাল (আজ) আমরা এক পয়েন্ট পেতে চাই, আমাদের চাওয়াটা আরও বেশি, স্বল্প মেয়াদে নয়, দীর্ঘমেয়াদে, সাফের জন্য এটি আমাদের গুরুত্বপূর্ণ প্রস্তুতি। আমরা সাফ নিয়ে ভীষণ সিরিয়াস।’

আরও পড়ুন

×