ওপেনার লিটন দাস বাজে সময় থেকে কামব্যাক করেছেন। দুর্দান্ত অভিষেকের পর খারাপ সময় পেছনে ফেলতে হয়েছে তাসকিন আহমেদের। নাজমুল শান্তকে নিয়ে গাওয়া হয়েছে ‘এভাবেও ফিরে আসা যায়’ গান। তবে তাদের চেয়ে ওপেনার রনি তালুকদারের ফিরে আসার গল্পটা সম্পূর্ণ ভিন্ন। 

অভিষেকের পরই জাতীয় দলের বাইরে চলে যান তিনি। আট বছর পর দলে ফেরানো হয়েছে তাকে। ইংল্যান্ডের বিপক্ষে ফেরার ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও আগ্রাসন আর আত্মবিশ্বাস দেখিয়েছিলেন। আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তিনি ৩৮ বলে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেছেন। 

তার জাতীয় দলে ফেরার পথে বিপিএল বড় ভূমিকা রেখেছে। সম্প্রতি শেষ হওয়া বিপিএলে তিনি আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। আর বিপিএলে পারফর্ম করতে তাকে সহায়তা করেছেন ঘরোয়া ক্রিকেটের স্বনামধন্য কোচ সারওয়ার ইমরান। 

বিপিএলের আগে থেকেই কোচের সঙ্গে কাজ করেছেন রনি তালুকদার। ব্যাটিং স্ট্যান্স, হেড পজিশন ও স্ট্রেইন ড্রাইভ শট নিয়ে কোচ সারওয়ারের সঙ্গে কাজ করেছেন তিনি। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম ক্রিকবাজকে রনি বলেছেন, ‘আমি ব্যাক ফুটে রান পাচ্ছিলাম, সারওয়ার স্যারের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করেছি।’ 

ডানহাতি এই ব্যাটার বলেছেন, ‘বিপিএল শুরুর আগে ডাউন দ্য উইকেটে ব্যাটিং অনুশীলন করেছিলাম, আমি তাকে ভিডিওগুলো দেখায়। তিনি বলেছিলেন, এভাবে খেললে আমি যেকোন পর্যায়ে রান পাবো। তিনি আমাকে কিছু বিষয়ে গাইড করেছিলেন, যাতে আরও ভালো খেলতে পারি।’ 

রনি জানিয়েছেন, বিপিএলে রান পাওয়ায় তিনি জাতীয় দলে ডাক পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন, ‘ভালো খেললে দলে ফিরবো, এই আশা ছিল। আমি বিশ্বাস হারাইনি। আত্মবিশ্বাসী ছিলাম, কারণ বিপিএলে ভালো রান পেয়েছিলাম।’