চেন্নাই সুপার কিংসের সঙ্গে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইংল্যান্ডের পেস অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকস। অলরাউন্ডার বলেই তার দামটা উঠেছে বেশি। 

কারণ বোলিং-ব্যাটিং-ফিল্ডিংয়ের সঙ্গে নেতৃত্বগুন মিলিয়ে পরিপূর্ণ এক প্যাকেজ তিনি। কিন্তু সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, হাঁটুর ইনজুরির কারণে এবারের আইপিএলে শুধু ব্যাটার স্টোকসকে দেখা যেতে পারে। 

নিয়মিত বোলিং নাও করতে পারেন বাঁ-হাতি ব্যাটার ও ডানহাতি পেসার স্টোকস। শুক্রবার গেল আসরের চ্যাম্পিয়ন গুজরাটের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এরই মধ্যে চেন্নাই শিবিরে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন এই ইংলিশ ক্রিকেটার। 

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছেন স্টোকস। ওই সিরিজে দুই টেস্টে মাত্র নয় ওভার বোলিং করেছেন তিনি। তবে আইপিএল দিয়ে পূর্ণ ম্যাচ ফিটনেসে ফিরতে পারবেন বলে আশা করছেন তিনি। 

স্টোকসকে নিয়ে চেন্নাই সুপার কিংস কোচ মাইক হাসি বলেছেন, ‘আমি মনে করি, আসরের শুরু থেকে ব্যাটার হিসেবে খেলার জন্য স্টোকস পুরোপুরি প্রস্তুত। বোলিংটার জন্য অপেক্ষা করতে হবে। হাঁটুর ইনজেকশন নিয়ে রোববার সে সামান্য বোলিং করেছে।’

মাইক হাসি জানিয়েছেন, স্টোকসের শারীরিক অবস্থা ও ইনজুরির বিষয়ে চেন্নাই ও ইসিবির চিকিৎসকরা কাজ করছেন। শুরুর কয়েক ম্যাচে এই ইংলিশ ক্রিকেটার বোলিং করতে পারবেন না বলে মনে হচ্ছে হাসির। তবে আসরের কোন এক পর্যায়ে বোলার স্টোকসকেও পাওয়া যাবে বলে বিশ্বাস তার।