- খেলা
- পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪০
পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪০

সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকা ফেরত চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল সোমবার ইফতারের সময় উপজেলার কালারুকা ইউনিয়নের খারগাঁও গ্রামের মসজিদের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হক ছাড়াও স্থানীয় গিয়াস উদ্দিন, আবুল হোসেন, ফাহিমা বেগম, নাইম আহমদ, আবুল কাহার, সমরাজ মিয়া, ছালিক মিয়াসহ অন্তত ১৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, খারগাঁও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ধলা মিয়া একই গ্রামের আব্দুল রশিদের কাছে স্থানীয় মসজিদ কমিটির মধ্যস্থতায় নির্ধারিত পাওনা টাকা ফেরত চাইলে দু’জনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই সূত্র ধরে আসরের নামাজের পর ধলা মিয়ার লোকজন রশিদ মিয়াকে লাঞ্ছিত করে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের একটি সূত্র জানায়, এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জনকে সিলেট ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাতক থানার ওসি খাঁন মুহাম্মদ মঈনুল জাকির জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন