ফুটবল দলবদলের বাজারে রেকর্ড ভেঙে চেলসি থেকে এডেন হ্যাজার্ডকে কিনেছিল রিয়াল মাদ্রিদ। ১০০ মিলিয়ন ইউরোয় কেনা বেলজিয়াম ফরোয়ার্ড ছিলেন রিয়ালের সবচেয়ে দামী ফুটবলার। 

কিন্তু রিয়ালে আসার পরে একের পর এক ইনজুরিতে ৩২ বছর বয়সী হ্যাজার্ড আলোর বাইরে চলে গেছেন। লস ব্লাঙ্কোসদের ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায় তার ভূমিকা ছিল সামান্য। 

ইনজুরি নিয়ে বেলজিয়ামের হয়ে কাতার বিশ্বকাপ খেলেছেন তিনি। কিন্তু সেরা ছন্দে ছিলেন না। সতীর্থরা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। সেজন্য বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন তিনি। 

তাতে তার রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে তেমন উন্নতি আসেনি। বেঞ্চেই বসে কাটছে সময়। খেলতে না পারায় ফুটবলের ট্রান্সফার মার্কেট ডটকম তার বাজারদর জানিয়েছে। সেখানে তার বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে মাত্র ৫ মিলিয়ন ইউরো! 

হ্যাজার্ডের বাজারমূল্য কমে ৫ মিলিয়ন!

এডেন হ্যাজার্ড যখন রিয়ালে যোগ দিয়েছিলেন তখন তার বাজার মূল্য ছিল ১৫০ মিলিয়ন ইউরো। হ্যাজার্ডের বাজারমূল্য ৫ মিলিয়ন দেখানো হলেও ওই দামে তাকে কেনা সম্ভব হবে না। খেলার সুযোগ পেলে, গোল করলে বেড়ে যাবে তার দাম। 

কিন্তু রিয়ালের নিয়মিত দলের কেউ ইনজুরিতে না পড়লে তার খেলার সম্ভাবনা কম। এমনকি করিম বেনজেমা ইনজুরিতে পড়লে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বিকল্প স্ট্রাইকার হিসেবে রদ্রিগো গোয়েসকে শুরুর একাদশে রাখেন। ভিনিসিয়সের বদলে খেলান মার্কো অ্যাসেনসিওকে। 

বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে রিয়ালের কোচ বলেছিলেন, ‘আমার দায়িত্ব দলকে ফল এনে দেওয়া। সকলকে খেলানো আমার কাজ নয়।’ লস ব্লাঙ্কোসদের একাদশে নিয়মিত না হলেও হ্যাজার্ড অবশ্য চুক্তির মেয়াদ পর্যন্ত রিয়ালেই থাকতে চান, ‘আশা করছি দলের জন্য কিছু করতে পারবো এবং কোচ আমাকে ধরার মধ্যে রাখবেন।’