ইউরো বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল নতুন-পুরনোদের নিয়ে গঠিন স্পেন দল। কিন্তু মার্চের আন্তর্জাতিক বিরতিতে ইউরোর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মাঠে গিয়ে ২-০ গোলে হেরেছে নতুন খেলোয়াড়দের নিয়ে মাঠে নামা স্পেন।  

স্কটল্যান্ডের হাম্পডেন পার্কে স্পেনের কোচ লা ফুয়েন্তে শুরুর একাদশে সেন্ট্রাল ডিফেন্সে ছিলেন ডেভিড গার্সিয়া ও ইনিগো মার্টিনেজকে। দুই উইঙ্গ ব্যাকে জোসে গায়া ও পেদ্রো পোর্নো ছিলেন। মিডফিল্ডে রদ্রির সঙ্গে ছিলেন ক্যাবালোস ও মেরিনো। 

তিনি আক্রমণ সাজিয়েছিলেন মাইকেল আরিজাবাল, ইয়ারি পিনো ও জোসেলুকে দিয়ে। তারা ৭৫ শতাংশ বল পায়ে রাখলেও গোল করতে পারেননি। এমনকি গোলে শটও ছিল স্কটল্যান্ডের চেয়ে একটি কম। স্কটিশরা নয়টি শট নিয়ে দুই গোল করে। 

দুটি গোলই এসেছে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ মিডফিল্ডার স্কট ম্যাকটমিনির পা থেকে। ম্যাচের ৭ মিনিটে প্রথম গোল করেন তিনি। এরপর ৫১ মিনিটে দ্বিতীয় গোল করে জয়ের পথে দলকে এগিয়ে নেন। ওই গোল শোধ করতে পারেনি কাতার বিশ্বকাপের পর লুইস এনরিকের জায়গায় স্পেনের কোচ হওয়া ফুয়েন্তের দল।