- খেলা
- বেলজিয়ামের কাছে হারল জার্মানি
বেলজিয়ামের কাছে হারল জার্মানি

ছবি: এএফপি
ইউরোপের অধিকাংশ দেশ ইউরো বাছাইপর্বের ম্যাচ খেললেও জার্মানি ও বেলজিয়াম নেমেছিল প্রীতি ম্যাচ খেলতে। ঘরের মাঠে মঙ্গলবার ওই প্রীতি ম্যাচে ৩-২ গোলে হেরেছে জার্মানি।
রেইন ইনার্জি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড নেয় বেলজিয়াম। ৬ মিনিটের মাথায় গোল করেন অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা ফরোয়ার্ড ইয়ানিক ক্যারাসকো। ৯ মিনিটে লিড ২-০ করে রর্বাতো মার্টিনেজের জায়গায় দায়িত্ব নেওয়া ৩৭ বছর বয়সী জার্মান কোচ ডমিনিকো টেডেসকোর বেলজিয়াম। গোল করেন লুকাকু।
প্রথমার্ধে পেনাল্টি থেকে এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে জার্মানি। ম্যাচের ৪৪ মিনিটে গোল করেন ফাকরাগ। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে বেলজিয়াম অধিনায়ক কেভিন ডি ব্রুইনি গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন।
এরপর ৮৭ মিনিটে সের্গি গিনাব্রি গোল করে জার্মানির হারের ব্যবধান কমান। এরআগে প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছিল জার্মানি। ইউরোর ২০২৪ আসরের স্বাগতিক জার্মানি। সেজন্য বাছাইপর্ব খেলতে হচ্ছে না তাদের।
মন্তব্য করুন