আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নিজেদের দলীয় সর্বোচ্চ ২১৫ রান ছাড়িয়ে যাওয়ার পথে ছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টি বাধায় ২০৭ রানে খুশি থাকতে হয় টাইগারদের। ১৭ ওভারে নেমে আসা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ তুলেছে ৩ উইকেটে রেকর্ড ২০২ রান। 

বৃষ্টি বাধা না দিলে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস এই ম্যাচে ছাড়িয়ে যেতে পারতো বাংলাদেশ। তবে টি-২০ ফরম্যাটে ২০২ রানই বাংলাদেশের দলীয় চতুর্থ সর্বোচ্চ। এর আগে ২০১৫ ও ২০৭ ছাড়া এর আগে ২১১ রানের ইনিংস আছে বাংলাদেশের।   

টস হেরে ব্যাট করতে নেমে তাণ্ডব দেখিয়েছেন লিটন দাস, রনি তালুকদার ও সাকিব আল হাসান। ওপেনিং জুটিতে লিটন ও রনি ৯.২ ওভারে ১২৪ রানের জুটি গড়েন। টি-২০ ফরম্যাটে নিজেদের দ্রুততম শতরানের এবং যেকোন উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েন তারা। 

ওই জুটি ভাঙে রনি তালুকদার সীমানার কাছে ২৩ বলে ৪৪ রান করে ক্যাচ দিলে। তার ব্যাট থেকে তিনটি চার ও দুটি ছক্কা আসে। অন্য প্রান্তে থাকা লিটন দাস ছিলেন আরও বিধ্বংসী। তিনি সাজঘরে ফেরার আগে ৪১ বলে খেলেন ৮৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। ১০টি চার ও তিনটি ছক্কা দেখা যায় ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে। 

দুর্দান্ত ওই ইনিংস খেলার পথে ১৮ বলে ৫০ রান পূর্ণ করেন লিটন। দেশের হয়ে মোহাম্মদ আশরাফুলের ২০ বলে ফিফটির রেকর্ড ভেঙে দেন। তিনি আউট হওয়ার পরে হাত খুলে খেলতে শুরু করেন অধিনায়ক সাকিব আল হাসানও। ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। দুটি ছক্কা ও তিনটি চার হাঁকান। তাওহীদ হৃদয় করেন ১৩ বলে করেন ২৪ রান। তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি।

আয়ারল্যান্ডের হয়ে বেঞ্জামিন হোয়াইট কিছুটা ভালো বোলিং করেছেন। ৪ ওভারে ২৮ রান দিয়ে তিনি দুই উইকেট নিয়েছেন। মার্ক এডায়ার ৪ ওভারে দিয়েছেন ৫২ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। গ্রাহাম হিউম ৩ ওভারে ৪৯ রান খরচা করেছেন। গ্যারেথ ডিলানি ২ ওভারে দিয়েছেন ২৪ রান।