- খেলা
- ৫০ ফুট উঁচু নারিকেল গাছে উঠে অজ্ঞান কিশোর, ৬ ঘণ্টা পর উদ্ধার
৫০ ফুট উঁচু নারিকেল গাছে উঠে অজ্ঞান কিশোর, ৬ ঘণ্টা পর উদ্ধার

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫০ ফুট উচ্চতার নারিকেল গাছ থেকে ৬ ঘণ্টা পর ওই কিশোরকে নামিয়ে আনেন
দুই ভাই গিয়েছিল ডাব পাড়তে। বড় ভাই একটি নারিকেল গাছে উঠে অজ্ঞান হয়ে যায়। প্রায় ৪০ মিনিট ভাইয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে নিচে থাকা তার ছোট ভাই স্থানীয়দের খবর দেয়। স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে প্রায় ৫০ ফুট উচ্চতার গাছ থেকে ৬ ঘণ্টা পর তাকে নামিয়ে আনেন।
ফরিদপুরের মধুখালী পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের একটি নারিকেল গাছে এ ঘটনা ঘটে।
ওই কিশোরের নাম জিহান তালুকদার (১৫)। সে মধুখালী পৌরসভার বনমালিদিয়া মহল্লার টমাস তালুকদারের ছেলে।
স্থানীয় সুমন মোল্লা বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ছোট ভাইকে নিচে রেখে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ৫০ ফুট উচ্চতার নারিকেল গাছে ওঠে জিহান। পরে আর নামতে পারছিল না সে। নিচে অবস্থান করছিল জিহানের ছোট ভাই। অনেকক্ষণ ভাইয়ের সাড়াশব্দ না পেয়ে সে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানায়। স্থানীয় বাসিন্দারা তখন ৯৯৯–এ কল করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় ৬ ঘণ্টা পর তাকে উদ্ধার করেন।
মধুখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বাকি বিল্লাহ বলেন, আমরা রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। গাছটি অনেক বড় থাকায় এবং উদ্ধারের সহায়ক যন্ত্রপাতি না থাকায় ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহায়তায় রাত দেড়টার দিকে কিশোর জিহানকে নামিয়ে আনা হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ই জানান, আমাদের ৮ সদস্যর একটি দল ঘটনাস্থলে গিয়ে কিশোরকে গাছ থেকে নামিয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কবির সর্দার বলেন, রাত দেড়টার দিকে ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আনার পর সে সুস্থ হয়ে যায়। আজ বুধবার সকালে কিশোরকে ছেড়ে দেওয়া হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘ওই কিশোর ডাব পাড়তে নারিকেল গাছে উঠে অজ্ঞান হয়ে গাছের মাথায় আটকা পড়ে যায়। পরে ফরিদপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের দুটি দল কিশোরকে উদ্ধার করে।’
মন্তব্য করুন