- খেলা
- ফরিদপুরে ভুল অস্ত্রোপচারে প্রসূতির জরায়ু কেটে ফেলার অভিযোগ
ফরিদপুরে ভুল অস্ত্রোপচারে প্রসূতির জরায়ু কেটে ফেলার অভিযোগ

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় প্রসবব্যথা নিয়ে ফরিদপুর শহরের ‘মা ও শিশু জেনারেল হাসপাতাল’ নামে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন ওই নারী। এরপর রাত সাড়ে ৮টার দিকে তড়িঘড়ি করে সিজার করানোর জন্য তাঁকে হাসপাতালটির ওটিতে নেওয়া হয়। তাঁর সিজার করার সময় জরায়ু কেটে ফেলা হয় বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।
ওই নারীর শ্বশুর সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর ছেলের বউকে নার্স ও আয়ারা ওটিতে নেওয়ার কিছুক্ষণ পর এসে বলে, রোগীর অবস্থা ভালো না, জরুরি সিজার করতে হবে। এর ৩০ মিনিট পর বলে, বাচ্চা ও মা দু’জনের অবস্থাই খারাপ। বাচ্চা বাঁচলে মা বাঁচবে না, আর মাকে বাঁচালে বাচ্চাকে বাঁচনো যাবে না। এরপর নার্সরা এসে বলে, জরুরি রক্ত লাগবে এবং অনাপত্তিপত্রে সই করতে হবে। এর কিছুক্ষণ পর তাঁদের জানানো হয়, পুরো জরায়ু কেটে ফেলা হয়েছে।
তাঁদের ধারণা, ইফতারের সময় ডাক্তার না থাকায় নার্স ও আয়ারা মিলে সিজার করানোর কারণে এ ঘটনা ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, ডা. কল্যাণ কুমার সাহা ও ডা. মো. জাহাঙ্গীর এ সিজার করেছেন।
এ ব্যাপারে বক্তব্য নিতে ডা. কল্যাণ কুমার সাহা ও ডা. মো. জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে রিসিভ না করায় তাঁর বক্তব্যও জানা সম্ভব হয়নি।
তবে ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মাদ বদরুদ্দোজা বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। ওই পরিবার তাঁদের লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, সিভিল সার্জন ঢাকায় একটি ট্রেনিংয়ে আছেন। তিনি ঢাকা থেকে ফিরলে বিষয়টি তাঁকে জানানো হবে।
মন্তব্য করুন