পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার মরনে মরকেল। এর পাশাপাশি অ্যান্ড্রু পুটিককে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর পরামর্শক হিসেবে থাকবেন মিকি আর্থার।

পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দলটির সাবেক ফিল্ডিং কোচ গ্র্যান্ট ব্রাডবার্ন। দলের ফিজিওথেরাপিস্ট হিসেবে ক্লিফ ডিকনকে এবং স্ট্রেংথ-কন্ডিশনিং কোচের দায়িত্ব চালিয়ে যাবেন ড্রিকাস সাইমান। 

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনৌ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মরকেল। আইপিএল শেষে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান দলে যোগ দিবেন তিনি। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের বোলিং কোচ ছিলেন মরকেল। এ ছাড়া এসএ২০-র ডারবান সুপার জায়ান্টদের বোলিং কোচও ছিলেন তিনি। নিউজিল্যান্ডের নারী দলের বোলিং কোচের দায়িত্বেও দেখা গেছে মরকেলকে।

৪২ বছর বয়সী ব্যাটিং কোচ পুটিকের আগামী মাসে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। সাবেক প্রোটিয়া এই ক্রিকেটার ২০০৫ সালে একবারই জাতীয় দলের হয়ে খেলেছেন। তারপর দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং পরামর্শকের ভূমিকায় কাজ করেছেন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নারী দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন। তারও আগে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের ভারত সফরে সহকারী কোচ ছিলেন। আর সাবেক কিউই অলরাউন্ডার ব্র্যাডবার্ন ২০২১ সালে পদত্যাগের আগে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিন বছর।