রুতুরাজ গায়কোয়াড়ের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে চেন্নাই সুপার কিংস। যদিও নার্ভাস নাইন্টিতে আটকে সেঞ্চুরি মিস করেছেন চেন্নাইয়ের এই উদ্বোধনী ব্যাটার। তার ৯২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছে চেন্নাই।

যদিও টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। ইনিংসের তৃতীয় ওভারেই দুর্দান্ত এক ডেলিভারিতে ডেভিড কনওয়েকে ফেরত পাঠিয়েছে মোহাম্মদ শামি। ৬ রান করা কনওয়েকে ফিরিয়ে আইপিএল ক্যারিয়ারে উইকেটের সেঞ্চুরি পেয়েছেন ভারতের এই পেসার।

মঈন আলী এসেই আগ্রাসী হয়ে উঠেন। তবে বেশিদূর যেতে পারেননি। সাজঘরে ফেরার আগে ১৭ বল খেলে নামের পাশে যোগ করেছেন ২৩ রান। বেন স্টোকসও স্বভাবসুলভ খেলাটা খেলতে পারেননি। ৬ বল খেলে ৭ রানের বেশি করতে পারেননি। আম্বাতি রায়ডু থেমেছেন ১২ রানে। 

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্তে ঝড় তুলে গেছেন রুতুরাজ গায়কোয়াড়। ২৩ বলে স্পর্শ করেছেন ফিফটি। কিন্তু আটকা পড়েছেন নার্ভাস নাইন্টিতে। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ৫০ বলে ৯২ রান করে ফিরেছেন সাজঘরে। এরপর রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবেও দ্রুতই সাজঘরে ফেরেন। শেষদিকে ধোনির ১৪ রানের ইনিংসের সুবাদে ১৭৮ রান তোলে চেন্নাই। 

লিটল ৪ ওভারে ৪১ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন। জয়ের জন্য গুজরাট টাইটান্সের দরকার ১৭৯ রান।