- খেলা
- মেসিকে ফেরাতে আলোচনা চালাচ্ছে বার্সেলোনা
মেসিকে ফেরাতে আলোচনা চালাচ্ছে বার্সেলোনা

লিওনেল মেসি
গ্রীষ্মেই প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। যদিও মেসিকে ছাড়তে চাইছে না লিগ ওয়ানের সেরা এই ক্লাবটি। এরমধ্যেই জোর গুঞ্জন মেসি আবার বার্সায় ফিরে যাবেন। এতসব গুঞ্জনের মধ্যেই বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইয়ুস্তের স্বীকারোক্তি, বার্সেলোনা আসলেই মেসিকে ফেরানোর ব্যাপারে আর্জেন্টাইন ফরোয়ার্ড ও তার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে বার্সা সহ-সভাপতি ইয়ুস্তে বলেন, 'আমার তো এখনো এটাই খারাপ লাগে যখন মনে আসে যে ও (মেসি) এখানে চালিয়ে যেতে পারল না। অবশ্যই আমি চাইব ও যাতে এখানে ফিরে আসে। কারণ, খেলার দিক থেকে বলুন, সমর্থকদের দিক থেকে বলুন বা আর্থিক দিক থেকে, ও থাকা মানেই অন্য কিছু।'
এরপর ইয়ুস্তে স্বীকার করে নিলেন, মেসিকে ফিরিয়ে আনতে কথাবার্তা চলছে, 'হ্যা, আমরা মেসির প্রতিনিধিদের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছি। সুন্দর গল্পগুলোর শেষটাও আনন্দের হওয়া উচিৎ, এখানে দুই পক্ষের মধ্যেই একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক আছে।'
তবে মেসিকে ফিরিয়ে আনতে হলে বার্সাকে আগে তাদের বার্ষিক খরচের অঙ্ক থেকে ১৫ কোটি ইউরো কাঁটছাট করতে হবে, নতুবা কোনোভাবে এই অর্থের জোগান করতে হবে। এই প্রসঙ্গে বার্সেলোনার সহ-সভাপতি বলেন, হাভিয়ের তেবাসের (লা লিগা সভাপতি) কাছে আমাদের রাজস্ব ও স্থিতিশীলতার পরিকল্পনা জমা দেয়ার আগে এখনো দুই মাস সময় হাতে আছে আমাদের।'
এদিকে, এখনও প্যারিসের ক্লাবের প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানও করেননি মেসি। তার আশা নতুন আরেকটি প্রস্তাব নিয়ে হাজির হবে পিএসজি।
মন্তব্য করুন