- খেলা
- আবার শুরু ইউরোপিয়ান ক্লাব ফুটবলের হিসাবনিকাশ
আবার শুরু ইউরোপিয়ান ক্লাব ফুটবলের হিসাবনিকাশ
-samakal-6427e32302cf4.jpg)
আন্তর্জাতিক বিরতির শেষ ঘণ্টা পড়েছে তিন দিন আগেই। এর মধ্যে সবাই আবার ক্লাবপাড়ায় ফিরতে শুরু করেছেন। কারণ জাতীয় দলের ব্যস্ততা শেষ করে ক্লাব ফুটবলের হিসাবনিকাশ শুরু করতে হবে। এর মধ্যে লা লিগা, লিগ ওয়ান, বুন্দেসলিগার একটি করে ম্যাচও মাঠে গড়িয়েছে। তবে ফেভারিটদের শুরু হচ্ছে আজ থেকে।
যেখানে লিগ ওয়ান আর সিরি’এ লিগের লিডাররা না নামলেও অন্য দলগুলোর জয়-পরাজয় অনেক হিসাব যে গুলিয়ে দিতে পারে, তাই আজকের ম্যাচগুলোও গুরুত্বপূর্ণ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগের তিন ফেভারিট– ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনালের ম্যাচও আছে আজ।
প্রিমিয়ার লিগে এবার চলছে আর্সেনালের দাপট। আজ গানাররা নিজেদের ২৯তম ম্যাচ খেলতে নামবে। যেখানে প্রতিপক্ষ লিডস। এই ম্যাচ জিতলে কাছের প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি থেকে দূরত্ব আরও বাড়াতে পারবে দলটি। যদিও একই দিন ম্যানসিটি নামবে লিভারপুলের বিপক্ষে। এ ম্যাচ হবে আর্সেনালের আগে। প্রতিপক্ষ লিভারপুল হওয়ায় পেপ গার্দিওলার দুশ্চিন্তাটা কিছুটা বেশি। তবে অল রেডসদের ফর্ম আগের মতো নেই। চলমান মৌসুমে দলটি সেরা পাঁচে এখনও জায়গা করে নিতে পারেনি।
যেটা আবার সিটিজেনদের জন্য আত্মবিশ্বাসের। তা ছাড়া ঘরের মাঠ ইতিহাদে ম্যাচ হওয়ায়ও আশাবাদী হতে পারে ম্যানসিটি। আর একই দিন যদি এক দিক থেকে আর্সেনাল, অন্য দিক থেকে ম্যানসিটিও জেতে, তাহলে লড়াইটা আগের জায়গায় থেমে থাকবে। তবে ভিন্ন ফল এলে হিসাবটা বদলে যাবে অনেকটা।
এ দিকে লা লিগায় বার্সা নামছে এলচের বিপক্ষে। স্প্যানিশ লিগে এখন জাভি হার্নান্দেজের দলই সেরা। সর্বশেষ এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা শিরোপার কঠিন অঙ্কটা মিলিয়ে নেয়। এখন শুধু বাকি পথটা ঠিকঠাকভাবে পার হতে পারলেই হলো। আজ এলচের মাঠে জিতলে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যাবে কাতালানরা।
মন্তব্য করুন