- খেলা
- ৫ রানে আউট সাকিব, তবুও বড় পুঁজি মোহামেডানের
৫ রানে আউট সাকিব, তবুও বড় পুঁজি মোহামেডানের
-samakal-6427f76fcf2a2.jpg)
সাকিব আল হাসান
আগের দিনই চট্টগ্রামে খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি। পরদিন ঢাকায় মাঠে নেমে গেছেন মোহামেডানের হয়ে। তবে ঐতিহ্যবাহী এই ক্লাবের জার্সিতে মাঠে নেমে খুব একটা জ্বলে উঠতে পারলেন না সাকিব। শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ৮ বলে ৫ রান করে থেমেছেন মোহামেডান তারকা। তবে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ইমরুল কায়েস। শেষদিকে জ্যাক লিনটট ও আরিফুল ঝড়ে ভালো সংগ্রহই পেয়েছে মোহামেডান। শেখ জামালের বিপক্ষে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৯০ রান সংগ্রহ করেছে মোহামেডান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় মোহামেডানের। ৭৯ রানের উদ্বোধনী জুটি গড়েন রনি তালুকদার ও ইমরুল কায়েস। ২ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৩২ রান করা রনি আউট হন মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে।
এরপর ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হন মোহামেডানের দুই বড় তারকা সাকিব ও মেহেদী হাসান মিরাজ। ১৩ বলে ৫ রান করে সাইফের বলে ফেরেন মিরাজ। ৯ বলে ৫ রান করে রসূলের বলে সাজঘরে ফেরেন সাকিব। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন ইমরুল। তবে সেঞ্চুরির আক্ষেপ জাগিয়ে ১০ চার ও ২ ছক্কার ইনিংসে ১০১ বলে ৮৬ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে।
অর্ধশতক করতে পারেননি মাহমুদউল্লাহও। ৫১ বলে ৪৮ রান করে আউট হন তিনি। এদিন সৌম্য সরকারও তেমন কিছু করতে পারেননি। ১২ বলে ৮ রান করে আরিফ আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।
মোহামেডানের রান বড় করার কৃতিত্ব আরিফুল হক ও ইংলিশ অলরাউন্ডার জ্যাক লিনটটের। ৪ ছক্কায় ৩১ বলে ৩৯ রান করে আরিফুল ও ২ চার এবং ২ ছক্কায় ১০ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন লিনটট। শেখ জামালের হয়ে দুই উইকেট করে নেন আরিফ আহমেদ ও পারভেজ রাসূল।
মন্তব্য করুন