- খেলা
- ইউএস ওপেন খেলতে পারবেন জকোভিচ
ইউএস ওপেন খেলতে পারবেন জকোভিচ

করোনা টিকা না নেওয়ার বেশ কিছু টুর্নামেন্ট মিস করেছেন টেনিস সুপারস্টার নোভাক জকোভিচ। সম্প্রতি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানা পোলিস ও মায়ামি ওপেনে তিনি খেলার অনুমতি পাননি। তবে জকোভিচ ভক্তদের জন্য সুখবর হলো, তিনি ইউএস ওপেনে খেলতে পারবেন।
যুক্তরাষ্ট্র সিনেট গত বুধবার তাদের করোনাবিধি বাতিল করেছে। এখন আর দেশটিতে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকা নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না। তাই সবকিছু ঠিক থাকলে বছরের বাকি তিন গ্র্যান্ড স্ল্যামে দেখা যাবে জকোভিচকে।
যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা কেটে যাওয়ার পাশাপাশি আরও একটা সুখবর আছে জেকোভিচের। চলতি মায়ামি মাস্টার্সের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে কার্লোস আলকারাস হেরে যাওয়ায় র্যাংকিংয়ের শীর্ষস্থান হারাচ্ছেন তিনি। তাতে প্রকাশিতব্য এটিপি র্যাংকিংয়ে জেকোর শীর্ষস্থানে উঠে আসা নিশ্চিত হয়েছে।
মন্তব্য করুন